Your gateway to world-class research journals

Article

Article

মহাত্মা লালনের জীবনদর্শনে মানবতাবাদ

Lambodar Kumar & Mousumi Mandal

Department:

Abstract:

লালন ফকিরসাঁই একজনপ্রতিভাবান বাঙালি কবির পাশাপাশি সমাজ সংস্কারক। তিনি ছিলেন একজন আধ্যাত্মিক বাউল সাধক, মানবতাবাদী, দার্শনিক, সুরকার এবং অনেক চমৎকার গানের গায়ক। ফকির লালন সাঁই-কে বাউল সঙ্গীতের অন্যতম পথিকৃৎ হিসেবে বিবেচনা করা হয় এবং তাকেবাউল সম্রাটহিসেবেও উল্লেখ করা হয়। ধর্ম, বর্ণ, লিঙ্গ ইত্যাদি অনুসারে মানুষে মানুষে বৈষম্যে তিনি বিশ্বাস করতেন না। প্রকৃতপক্ষে, লালন ছিলেন একজন মানবতাবাদী, অসাম্প্রদায়িক চেতনার মানুষ যিনি আজও লালন সাঁই, লালন শাহ, মহাত্মা লালন ইত্যাদি নামে পরিচিত। লালন সাঁইআধ্যাত্মবাদের সাধক, তাঁর গানগুলি রহস্যময় মানুষের আত্মাকে শুদ্ধ করে তাদের তৃষ্ণা নিবারণ করেছে। লালন ফকির লোকসংস্কৃতিতে এই বাউলদর্শনেরএকটি স্বতন্ত্র ধারা তৈরি করেছেন। সর্বোপরি, তাঁর আধ্যাত্মিকতা এবং অতীন্দ্রিয় তত্ত্ব আন্তর্জাতিক সাংস্কৃতিক অঙ্গনে শক্তি অর্জন করেছিল। আলোচ্য গবেষণা নিবন্ধটিতে পরাধীন ভারতে সমাজ সংস্কারে লালন ফকিরের মানবতাবাদনিয়ে আলোচনা করা হয়েছে

Keyword:

Journal: Kupuli Vol I, Issue No II, July-December, 2023