Your gateway to world-class research journals

Article

Article

সান্তাড় সাঁওতারে “মাঘ সিম জম” আর “বাহা বঙ্গাঁ (সান্তাল সমাজে “মাঘ সিম জম” আর “বাহা বঙ্গাঁ”)

Sumanta Baskey

Department:

Abstract:

সাঁওতাল সমাজের জীবনধারার ক্ষুদ্র চিত্র উপলক্ষিত হয়েছে। তাদের ধর্ম ও উপাশনার চিত্র, মন্ত্র এবং বিভিন্ন লোকগীতির মাধ্যমে প্রকাশ পেয়েছে। মারাং-বুরু (প্রধান উপাস্য দেবতা), জাহের-আয়ো (প্রধান উপাস্য দেবী) ব্যাতিত অন্যান্য দেব দেবীর উল্লেখ পাওয়া যায়। সমাজ ব্যবস্থায় পূজা-অর্চনা, আচার-বিচারে জাহের-থান (ধর্মীয় পূজা স্থল), মাঁজহি-থান, মাঁজহি(গ্রাম মুখিয়া) গডেৎ(ডাক্‌য়দার),নায়্‌কেদের(পুরোহিত) গুরুত্ব আলোচিত হয়েছে। “মাঘ সিম জম” এর মধ্য দিয়ে তাদের নববর্ষের আগমনে দেব-দেবীর কাছে প্রার্থনা, উৎসর্গ এবং সমাজের মঙ্গল কামনা প্রকাশ পেয়েছে। “বাহা-বঁঙ্গা” এর মধ্য দিয়ে নূতন বসন্তের আগমণকে  স্বাগত জানানো ও পবিত্র শাল গাছ, মহুয়া গাছ, ফল, ফুল এর গুরুত্বের বহিঃপ্রকাশ ঘটেছে। 

Keyword:

Journal: Kupuli Vol I, Issue No II, July-December, 2023